রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

কমলনগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে লক্ষ্মীপুরের কমলনগর  উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের আন্দারঘর থেকে মিয়াপাড়া ১ কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান ভূইয়া ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এই অভিযোগ করেছে এলাকাবাসী।

নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করে নামমাত্র কার্পেটিং করে যার কাজ শেষ হওয়ার আগেই উঠে যেতে দেখা গেছে। 

জানা গেছে, এলজিইডির ২০২০-২১ অর্থবছরের প্রকল্পে কার্পেটিং কাজের অনুকূলে ৭৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দেয়া হয়। যা গতবছর ১৩ জানুয়ারি বুঝিয়ে দেয়ার কথা থাকলেও এখন কাজই শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তায় মাটির মিশ্রিত বালি ও কনার উপর কোন রকম পরিষ্কার ছাড়াই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নামমাত্র কার্পেটিং করায় রাস্তা থেকে কার্পেটিং আলাদা হয়ে উঠে যাচ্ছে।

রাস্তার কাজে সমাপ্তি করা জায়গাগুলো পরিদর্শন করলে দেখা যায়, বিভিন্ন জায়গা আলাদা রয়েছে কার্পেটিং পায়ের সাথে আগলা হয়ে উঠে আসে। কার্পেটিংয়ের নিচে কাঁদা মাটি ভরা। কাজে অনিয়ম দেখে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনো অনিয়মের মধ্যে দিয়েই ওই কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। এলজিইডির লোকজনকে নির্মাণ কাজ চালিয়ে নিতে দেখা গেছে।

এই বিষয়ে এলজিডির কমলনগর উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার বলেন, আন্দারঘর থেকে মিয়াপাড়া রোর্ডে ৭৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে টেন্ডারের চুক্তিমূল্য ধরা হয়েছে। উন্নয়ন কাজের চুক্তি মোতাবেক কাজ না হলে এবং কাজে অনিয়ম হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান,  কাজের মান খারাপ হওয়ার অভিযোগ পেয়ে কাজটি বন্ধ রাখতে বলেছি। জেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

টিএইচ